ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫৮) ও তাঁতী লীগের সভাপতি সাদেকুলকে পুলিশ গ্রেফতার করে গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার পুলিশ বিশেষ অভিযানে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে বড়পলাশবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ওরফে আমিন এবং একই গ্রামের মৃত শরীফ উদ্দিন ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলামকে (৫০) দীর্ঘদিন আত্মগোপন থাকার পর অবশেষে গত শুক্রবার বেলসাড়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতদের বিরুদ্ধে হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন