বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসলে নেমে একজন বৃদ্ধা নিখোঁজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসলে নেমে শিরি বেগম (৬৫) নামের একজন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এ ধরনের ঘটনা ঘটেছে। শিরি উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামের মৃত আলতাফ মোল্লার স্ত্রী। বৃদ্ধাকে উদ্ধার করতে রাতে অভিযান পরিচালনা করছে রাজশাহী ডুবুরি দল।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২ টার দিকে শিরি বেগম গোসল করার জন্য বাঙালি নদীতে যান। গোসল করার একপর্যায়ে পা পিছলে তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে আশেপাশের এলাকাবাসী তাকে নদী থেকে খোঁজা শুরু করেন। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করে ব্যার্থ হন। পরে তারা স্হানীয় ফায়ার সার্ভিসকে কল করেন।
আরও পড়ুনসারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার সুজন মিয়া জানান, স্থানীয়দের ফোনকল পেয়ে বিকাল ৪ টার দিকে তারা ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করতে রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়। রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে আটটার পর থেকে বাঙালি নদীতে বৃদ্ধাকে উদ্ধার অভিযান শুরু করেন।
মন্তব্য করুন