রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দিগ্রাম এলাকার সাফিনা পার্কের সামনে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫), জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী(১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।
আরও পড়ুনজানা যায়, পার্কের সামনে সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন বিক্রেতা। এসময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতাসহ পাঁচজন দগ্ধ হন। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় বলেন, হাসপাতালে আনা সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
মন্তব্য করুন