মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ভূমিকা রাখতে হবে : রেজাউল করিম বাদশা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, স্বাধীনতার ঘোষক বীরমুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে সৃষ্টি করেছেন। তিনি প্রথম নারীদের নিয়ে ভেবেছেন। দেশের জনসংখ্যা অর্ধেক নারী, তাদেরকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি মহিলা দল গঠন করেছেন।
বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার এই বিএনপিকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করেছেন। লাখ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যাসহ গুম করেছেন। দেশের মা-বোনেরা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলটি বৃহৎ দল হিসাবে এখনও টিকে আছে।
আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে। এই নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। মহিলা দলের সকল নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুনআজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রায় ২৫ বছর পর দুপচাঁচিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সুলতানা হায়াত আসফিয়া সিলভার সভাপতিত্বে ও মহিলা দল নেত্রী রাহিমা বেগমের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহাজাদী লায়লা আরজুমান বানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরীসহ উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, যুবদল নেতা আশরাফুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন