ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শাহবাগের পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

শাহবাগের পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে পৃথক তিনটি স্থান থেকে নারীসহ অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কারোরই এখনো পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, প্রথম ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

এর কিছুক্ষণ পর, রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত পৌনে ১২টার দিকে শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় আরও একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। তাকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

তিনটি ঘটনার ক্ষেত্রেই নিহতদের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু স্বাভাবিক কিংবা অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনটি ঘটনায়ই শাহবাগ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa