ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

গোলযোগের আশঙ্কায় ঢাবিতে স্থগিত হলো ‘শরৎ উৎসব’

গোলযোগের আশঙ্কায় ঢাবিতে স্থগিত হলো ‘শরৎ উৎসব’

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এবার আর বাজবে না শরতের গান, উঠবে না রঙিন আলপনার ছোঁয়া। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিতব্য বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান ‘শরৎ উৎসব’ শেষ মুহূর্তে স্থগিত করেছে চারুকলা অনুষদ কর্তৃপক্ষ। হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক আয়োজক ও অংশগ্রহণকারীরা। প্রতি বছর যেখানে সুর, নৃত্য ও রঙে শরতের আগমন উদযাপিত হয়, সেখানে এবার নেমে এসেছে নীরবতা।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জানান,“আমরা নিয়ম মেনে বকুলতলার জায়গা ভাড়া নিয়েছিলাম এবং ২৬ হাজার টাকা পরিশোধ করেছি। কিন্তু গত বুধবার (৮ অক্টোবর) রাতে চারুকলা কর্তৃপক্ষ জানায়, গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানটি করা যাবে না। পরদিন আমাদের সরঞ্জামও চারুকলায় ঢুকতে দেওয়া হয়নি।”


চারুকলা অনুষদের ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, “অনুষ্ঠানটি নিয়ে অনেকের আপত্তি ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ থেকেও আপত্তি আসে। তাই আমরা অনুষ্ঠানটি না করার অনুরোধ জানিয়েছি।”


চারুকলায় অনুমতি বাতিলের পর বিকল্প ভেন্যু হিসেবে সংগঠনটি গেন্ডারিয়ার কচিকাঁচার মেলা মাঠে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়। কিন্তু সেখানেও স্থানীয়দের আপত্তির মুখে শেষ পর্যন্ত সেটিও স্থগিত করতে হয়।

আরও পড়ুন

পরবর্তীতে আয়োজক ও শিল্পীরা প্রয়াত সংগীতশিল্পী *ফরিদা ইয়াসমিনের স্মরণে* এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের স্থগিতাদেশের প্রতিবাদ জানান।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ আয়োজন বন্ধ হওয়ায় শিল্পপ্রেমী ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলছেন, “শিল্প-সংস্কৃতির জায়গায় ভয় বা আশঙ্কা নয়, থাকা উচিত মুক্ত অভিব্যক্তির পরিবেশ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa