ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ঢাবির ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ঢাবির ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ৩ অক্টোবর  রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক মনজুরুল ইসলাম। সঙ্গে থাকা চালক স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তাঁকে নিকটস্থ একটি হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি পরবর্তীতে চিকিৎসাধীন ছিলেন।

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ  করেন সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে *স্নাতক ও স্নাতকোত্তর* সম্পন্ন করেন এবং পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অগণিত শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৮ সালে অবসর গ্রহণের পর তিনি ইউল্যাব-এ অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইমেরিটাস অধ্যাপক  উপাধিতে ভূষিত করা হয়।

শিক্ষকতার পাশাপাশি সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একজন সমকালীন প্রভাবশালী কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক । সাহিত্যে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা  একুশে পদক।

তাঁর মৃত্যুতে একাডেমিক ও সাহিত্য অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও পাঠকসমাজ তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa