ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ঢাবি মেডিকেল সেন্টার আধুনিকায়নে পৌনে ৩ কোটি টাকার উদ্যোগ নিয়েছে ডাকসু

ঢাবি মেডিকেল সেন্টার আধুনিকায়নে পৌনে ৩ কোটি টাকার উদ্যোগ নিয়েছে ডাকসু, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টীকা’ (TIKA)-এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারায় টীকার বাংলাদেশ কার্যালয়ে ডাকসু প্রতিনিধি দল সংস্থাটির কান্ট্রি কো-অর্ডিনেটর *মোহাম্মদ আলী আরমানের* সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সুবিধা আধুনিকায়নে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকল্পটির আওতায় মেডিকেল সেন্টারে একটি *অ্যাম্বুলেন্স*, *১০টি আধুনিক এয়ার কন্ডিশনার*, *এক্স-রে ও ইসিজি মেশিন*, *এনালাইজার*, *মাইক্রোস্কোপ*, *হাসপাতাল বেড*, *আলমিরা*, *চেয়ার*, *ডেস্ক**সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও অবকাঠামো সংস্কারের কাজ চলছে। পাশাপাশি সেন্টারের নিচতলায় একটি **মডেল ফার্মেসি* ও *ইমার্জেন্সি ইউনিট* স্থাপনের কাজও এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যেই প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাবে।

এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও শুরু করেছে টীকা। গার্ডেন ও নয়েজ-ফ্রি জোন স্থাপন, প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন

বৈঠকে উভয় পক্ষ তুর্কী-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা বৃদ্ধি এবং একটি তুর্কী-বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

টীকার কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান এবং ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডাকসু প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ আন্তর্জাতিক সম্পাদক  খান জসিম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক  ফাতিমা তাসনিম জুমা, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার , ক্রীড়া সম্পাদক  আরমান হোসাইন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক *আবদুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa