ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির নেতা সাজ্জাদ, অনার্সে সিজিপিএ ৩.৯৯

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সাজ্জাদ হোসাইন খান আরবি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক। স্নাতকে ৪-এর মধ্যে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়নরত।
আরও পড়ুনপড়াশোনার পাশাপাশি তিনি রাজনীতি ও অনুবাদ সাহিত্যচর্চায় সক্রিয়। ইতিমধ্যে তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন, যা সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
এর আগে তিনি টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। শিক্ষাজীবনের ধারাবাহিক মেধা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এবার তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন’স অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য করুন