ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ভাঙ্গুড়ায় প্রবাসীর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ  থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে  নিয়েছে প্রতারক চক্র

ছবি : সংগৃহীত,ভাঙ্গুড়ায় প্রবাসীর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ  থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে  নিয়েছে প্রতারক চক্র

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নারী প্রতারক চক্র প্রবাসীর স্ত্রীর ভ্যানেটি ব্যাগ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

জানা গেছে, গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভবানরপুর দক্ষিণ পাড়াগ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমান তার স্ত্রী রেখা খাতুনের নামে আগ্রণী ব্যাংক বড়াল ব্রিজ পাবনায় শাখায় ১ লাখ ২৯ হাজার টাকা (রেমিটেন্স) পাঠান। ঘটনার দিন ব্যাংকের উল্লেখিত শাখা থেকে সমুদয় টাকা তুলে তার ভ্যানিটি ব্যাগে রেখে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে টাকাগুলো খোঁয়া যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ভুক্তভোগী নারী টাকা হারানোর বিষয়ে অশ্রু-স্বজল কণ্ঠে জানান, তার স্বামীর বেতনের টাকা ও স্বামীর বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংক বড়াল ব্রিজ পাবনা শাখার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা (রেমিট্যান্স) পাঠান। গত বুধবার দিন বেলা ১১টার দিকে চেক দিয়ে ব্যাংক থেকে টাকাগুলো তুলে তার ভ্যানিটি ব্যাগে রাখেন। এ সময় ব্যাংকের ভেতরে বসে থাকা বোরকা পরিহিত কয়েকজন নারী দেখছিল।
তিনি আরও জানান, ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও তার পিছু নেয়। ব্যাংকের সামনে ফুটপাতের একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে গেলে ওই নারীরা তার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে ভ্যানেটি ব্যাগ খুলে দেখেন ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দু’টি বান্ডিল এবং পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরা নেই।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত নারী তার টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না এবং থানায় কোনো অভিযোগও করেননি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa