ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় থাকা এমভি তাজমিনুর রহমান ট্রলারটিকে দেখতে পায় এবং সেখান থেকে জেলেদের উদ্ধার করে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে যায় এবং বিপদ সংকেত লক্ষ্য করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের নিরাপদে উদ্ধার করে নৌসদস্যরা।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভেসে থাকে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী আরও জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় জনগণের নিরাপত্তায় এই তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল বাস্তবায়নসহ ৫ দাবিতে নাসিকের সামনে মানববন্ধন

নতুন ধারাবাহিক রূপনগরেও আছেন তানভীর-এমিলা

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী—লালুর এ বক্তব্য ‘সম্পূর্ণ ব্যক্তিগত’

সারিয়াকান্দিতে নৌ-বন্দরসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছিলেন তারেক রহমান : সাবেক এমপি কাজী রফিক

নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

এখন আর বাসাবাড়িতে গ্যাস দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা