হাবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ দু’জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের কল রেকর্ড প্রকাশ হওয়ায় মানহানির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বাদি হয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আদেশের জন্য পেন্ডিং রেখেছেন বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম এবং ঢাকাস্থ হাবিপ্রবি'র গেস্ট হাউজের রিনোভেশন কাজের ঠিকাদার অনুকূল রায়কে মামলার আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, আসামিরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টা ১৮ মিনিটে উপাচার্যের একান্ত সচিব মো. মহিউদ্দিন আহমেদের হোয়াটস-অ্যাপে ৩টি ভয়েস বার্তা আসে, যেখানে উপাচার্যকে উদ্দেশ্য করে ‘আমি দুদকে সারেন্ডার করব, ভিসি ফাঁসবে, আমি ৩ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দিয়েছি’ এমন মন্তব্য করা হয়। কথোপকথনের সময় ‘আমরাও আছি’ বলে হাসাহাসিও করা হয়েছে।
আরও পড়ুনবাদি দাবি করেন, আসামিরা উক্ত রেকর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর হোয়াটস-অ্যাপে পাঠিয়ে দেয়। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নানা শিরোনামে সংবাদ প্রকাশের মাধ্যমে অপপ্রচার করা হয়। যা শাস্তিযোগ্য অপরাধ বলে অভিযোগ করা হয়েছে।
দিনাজপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান বলেন, তাদের এনফোর্সমেন্ট অভিযানে প্রকাশিত অডিওসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। দুদকের অনুসন্ধান চলমান রয়েছে বলেও তিনি ব্যক্ত করেন।
মন্তব্য করুন