ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরাইল। গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

ইসরাইলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরাইলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা। মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়।

এদিকে যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়-এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করে না। 

আরও পড়ুন

এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্ততাকারী খালিল আল-হাইয়া বলেন, ইতিহাস স্বাক্ষী যে ইসরাইল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের দু’বার হয়েছে। তবে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী জাল ধ্বংস 

চমকের নানা চমক

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা