পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী জাল ধ্বংস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল, আদাবাড়িয়া ও পুকুরপাড় বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৮০ পিস চায়না দুয়ারী জাল জব্দ (১হাজার ২২০মিটার) করে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলী আজম। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে জব্দের পর পুড়িয়ে ধ্বংস করে দেওয়া জালের দাম প্রায় ৩লাখ ২ হাজার টাকা।
আরও পড়ুনমন্তব্য করুন