ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

খুলনার দাকোপে জোয়ারের তীব্র চাপের কারণে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত চারটি গ্রাম।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকী নদীর পানির চাপ বেড়ে গেলে দাকোপ উপজেলার ৩০ নম্বর পোল্ডারের অন্তর্গত তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার ওয়াপদার প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম প্লাবিত হয়। পানির তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি, মৎস্য ঘের ও পুকুর। নষ্ট হয়েছে প্রায় ৩ হাজার বিঘা জমির আমন ফসল।

স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সময় বাজারের পাশের বাঁধ মুহূর্তেই ভেঙে পড়ে। তারা জানান, জায়গাটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বারবার এ ধরনের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী জানান, দ্রুত বাঁধ মেরামত করা না হলে দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়াবুনিয়াসহ পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বুধবার ভোরেই যদি পানি উন্নয়ন বোর্ড অন্তত দুটি বালির টিউব দিয়ে চাপা দিত, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যেত। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকলেও উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, বাঁধটির ভেঙে যাওয়া অংশে পূর্বেই জিও টিউব বসানো ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা দুর্বল হয়ে পড়ে। মঙ্গলবার রাতের জোয়ারে অতিরিক্ত পানির চাপে প্রায় ২৫ মিটার এলাকাজুড়ে বাঁধটি ভেঙে যায়। তবে ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে এবং দ্রুত বাঁধটি মেরামতের আশা প্রকাশ করেন তিনি।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন বলেন, আমরা আশা করছি রাতের মধ্যেই বাঁধটি আটকাতে পারব। প্রয়োজনীয় বালির টিউবসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড সব ধরনের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে চিড়া, গুড়, চাল, ডাল, তেলসহ শুকনো ও রান্নার উপযোগী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে ২২১ রানে অলআউট বাংলাদেশ

ফতুল্লায় লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্বামীর জন্মদিনে যে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

স্বপ্নভরা জীবন থেমে গেছে কিডনি বিকল হওয়া নাইমুলের

নতুন সিনেমার শুটিংয়ে তৌকীর