ওয়ানডে সিরিজ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর এবার আবুধাবিতে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। টি-টোয়েন্টিতে ভালো করার পর অবশ্যই ওয়ানডেতেও ভালো করতে চাইবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। তুলনায় ওয়ানডেতে এগিয়ে বাংলাদেশ। সে জায়গায় টি-টোয়েন্টিতে ভালো খেলার পর ওয়ানডেতে সিরিজেও আফগানদের হারানোর লক্ষ্যে আজ মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেলো। টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুনবাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।
আফগানিস্তানের একাদশ : রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ।
মন্তব্য করুন