ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ঢাকায় দলের সঙ্গে যোগ দিলেন শমিত সোম

ঢাকায় দলের সঙ্গে যোগ দিলেন শমিত সোম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার শমিত সোম। কানাডা থেকে আসা এই মিডফিল্ডার মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকায় এসে পৌঁছান। এর আগের দিন দেশে ফেরেন আরেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। ফ্লাইট বিলম্বের কারণে একটু দেরিতে দেশে আসলেও, বিমান বন্দরে পৌঁছানোর পরই তাকে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-এর হয়ে খেলা শমিত গত আগস্টে চোটে পড়েছিলেন। নানা চড়াই-উৎরাই পার করে তিনি খেলায় ফেরেন এবং ক্লাবের জার্সিতে সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। হংকংয়ের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে নামার আগেও পুরোপুরি ছন্দে নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। জাতীয় দলের এই মিডফিল্ডার প্রস্তুতি ও চোট নিয়ে বলেছেন, ‘প্রস্তুতি ভালো হবে এতে আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। চোট এখন ঠিকঠাক।’ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে শমিত বাংলাদেশ দলের ওপর তার আস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে। তারা কঠিন দল, দেখি কীরকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।’

আরও পড়ুন

বাছাইপর্বে এখনও পর্যন্ত জয় অধরা রয়েছে বাংলাদেশের। আগের দুই ম্যাচে একটি হার ও একটি ড্র নিয়ে মাঠ ছেড়েছিল তারা। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে দুটি ম্যাচ থেকে পরিপূর্ণ পয়েন্ট আদায় করতে পারলে হামজা-জামাল ভূঁইয়াদের জন্য এশিয়ান কাপে ওঠার পথ অনেকটাই সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী জাল ধ্বংস 

চমকের নানা চমক

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

আমি একা করলেও পাস করতাম; আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন চাইনি: তামিম ইকবাল

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট