আমি একা করলেও পাস করতাম; আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন চাইনি: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের পর দেশে ফিরেই ক্ষোভ ঝেড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এবারের বিসিবি নির্বাচন কোনোভাবেই স্বচ্ছ বা গণতান্ত্রিক ছিল না। তার ভাষায়, “এটা কোনো নির্বাচনই ছিল না।”
তামিম বলেন, “আমার বক্তব্য পরিষ্কার। আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন নয়। যেভাবে সবকিছু ঘটেছে, তাতে এটা নির্বাচন বলা যায় না। আমি দেশের বাইরে ছিলাম, তাই ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম। পরে মিডিয়ায় দেখি, আমার ভোট নাকি কাস্ট হয়েছে—এটা সম্পূর্ণ ভুল। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দিই এবং নির্বাচন কমিশনকে ই-মেইল করি। গতকাল তারা আমাকে জানিয়েছে, আমার ভোট আদৌ কাস্ট হয়নি।”
তিনি আরও প্রশ্ন তোলেন ই-ভোটিং প্রক্রিয়া নিয়েও। “আমি যতদূর জানি, নির্বাচনে ৪২ বা ৪৩টি ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ৩৪টিই ই-ভোট। অথচ এই ৩৪ জন ভোটার সেদিন ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন! আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্টারে আছেন, তখন ই-ভোটিংয়ের প্রয়োজনটা কী? যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রায় সবাই এইভাবে ই-ভোট দিয়েছেন। এতে কি কিছু প্রমাণিত হয় না?”—প্রশ্ন রাখেন তিনি।
আরও পড়ুনসাবেক এই দেশসেরা ওপেনার জানান, “আমি একা নির্বাচন করলেও পাস করতাম। কিন্তু আমি চেয়েছিলাম সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হোক। আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন নয়।”
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে তামিম ইকবালের প্যানেল নির্বাচন বর্জন করে পুনঃতফসিলের দাবি জানিয়েছিল, যা শেষ পর্যন্ত গৃহীত হয়নি।
মন্তব্য করুন