ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

নওগাঁর মান্দায় চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি লাঞ্ছিত

নওগাঁর মান্দায় চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি লাঞ্ছিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে এক শিক্ষক দম্পতি লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জরুরি বিভাগের চিকিৎসক ও অফিস স্টাফদের হাতে তারা লাঞ্ছিতের শিকার হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষক সমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠে।

ভুক্তভোগী দম্পতি হলেন, উপজেলার ফতেপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক তাজিবুল হক ও প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন নাহার। এ ঘটনায় শাস্তির দাবি জানিয়ে আজ শনিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রিফাত বিনতে জান্নান লিয়া, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ইমন, নৈশপ্রহরী সোহেল রানা, স্বেচ্ছাসেবক নাজমুল হক ও বাপ্পি নাগ এবং বাবলু। চিকিৎসক রিফাত বিনতে জান্নাত গতকাল শুক্রবার বিকেলের সিফটে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী তাজিবুল হক বলেন, ‘স্ত্রী নাজনীন নাহার ও আমার চিকিৎসার জন্য গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এ সময় জরুরি বিভাগের ভেতরে ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে কর্তব্যরত চিকিৎসক রিফাত বিনতে জান্নাত গল্পে মগ্ন ছিলেন।

আরও পড়ুন

এ কারণে ভেতরে প্রবেশ করতে নিষেধ করায় আমরা বাইরে অপেক্ষা করছিলাম। এর বেশ কিছু পরে ভেতরে প্রবেশ করলেও ডাক্তার আমাদের ওপর নাখোশ হন।’ শিক্ষক তাজিবুল হক অভিযোগ করে বলেন, ‘ডাক্তার আমাকে চিকিৎসা দিলেও আমার স্ত্রীকে চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ সময় আমি প্রেসার মাপার কথা বলায় বাইরে অপেক্ষা করতে বলেন।

আমাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে তিনি কথা চালিয়ে যাচ্ছিলেন। এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) বিএনপি’র মনোনয়ন পেতে প্রতিযোগিতা জামায়াতের একক প্রার্থী

বরিশালের হেড কোচের দায়িত্বে আশরাফুল