ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনের কবলে পড়েছে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক। ইতোমধ্যেই বেশ খানিকটা করতোয়া নদীতে ভেঙ্গে যাওয়ার পাশাপাশি রাস্তার দু’ধারের অসংখ্য স্থানে ভাঙ্গন দেখা দেয়ার ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও জন সাধারণ। এ ছাড়াও এই সড়কটির অধিকাংশ স্থানে ছোট ছোট ভাঙ্গন দেখা দিয়েছে। যেগুলো জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুর্নিঘাট মসজিদ সংলগ্ন করতোয়া নদী ঘেষে এই রাস্তাটির অবস্থান। মির্জাপুর ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রাম ও সুঘাট ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। তারা তাদের উৎপাদিত কৃষিপন্য মির্জাপুর বাজার ও শহরে বিক্রির জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন।

এ ছাড়াও ভুট্টা. ধান পরিবহনের জন্য বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তায়। ফলে আঞ্চলিক এই সড়কটি বেশ গুরুত্বপূর্ন এলাকাবাসির জন্য। কিন্ত বেশ কিছুদিন হলো কুর্নিঘাট এলাকায় রাস্তাটির কিছু অংশ করতোয়া নদীতে ভেঙ্গে গেছে। যা চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

কুনির্ঘাট গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের অবস্থান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হলেও আমরা সব দিক থেকেই অবহেলিত। আমাদের এই রাস্তাটি ভেঙ্গে গেলে মহা বিপাকে পড়তে হবে। সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক ফায়জুল বলেন, আমরা এই রাস্তা দিয়ে সকল সবজি নিয়ে গিয়ে মির্জাপুরসহ শহরের বাজারে বিক্রি করি।

আরও পড়ুন

কয়েক মাস হলো রাস্তাটির কিছু অংশ নদীতে ভেঙে যাওয়ার পাশাপাশি অসংখ্য স্থানে ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত করা না হলে চরম দুর্ভোগে পড়বে কয়েক হাজার কৃষক।

এ ব্যপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, রাস্তাটি আমাদের দপ্তর থেকে নির্মাণ করা হয়েছে। সেখানে পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি অল্প সময়ের মধ্যে উপজেলা প্রকৌশলী ও ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে মেরামতের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ক্ষমতায় বসেছেন তারা জুলাইয়ের চেতনা ধারণ করছেন না : সাদিক কায়েম

দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করে কারাদন্ড

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি: মেজর হাফিজ