দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করে কারাদন্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে নতুনবাজারে দিনাজপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন আটককৃতদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, আজ শনিবার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গণশৌচাগারের উত্তরপাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে যৌথবাহিনীর ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ ৯ হাজার ৮শ’ টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করে।
আটককৃতরা হলো জসিম, মাহামুদুল হক, ওবায়দুল ইসলাম, মীর মাসুদ আলম, নুর নবী, রহিমুল ইসলাম সুমন, ওমর আলী, জাহাঙ্গীর আলম, এনায়েত শেখ, মনোয়ার হোসেন, আইয়ুুব হোসেন, বুলু, খাদেমুল ইসলাম, নূর মোহাম্মদ, জামাল হোসেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রশিদ, নিবারণ চন্দ্র, রুবেল ও খাইরুল ইসলাম।
আরও পড়ুনএ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন