সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এক অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল, অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার রায়পুর এলাকায় ‘জয় গুরু কফি হাউজ’-এর সামনে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধিবাসী মো. নবাব চৌধুরী (২৫) এবং মো. সেলিম রেজা (৩৫)।
আরও পড়ুনর্যাব-১২ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
মন্তব্য করুন