ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ। ছবি সংগৃহীত

প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল। দখলদাররা দাবি করছে, এ যাত্রায় অবরোধ ভাঙার স্বপ্ন শেষ ফ্রিডম ফ্লোটিলার। কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) বৃহস্পতিবার জানিয়েছে, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে। এরাসহ ১১টি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে।

আজ শুক্রবার জানা গেছে, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজড ম্যাডলিনস টু গাজা’ নামে ৮টি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের সমন্বিত একটি বহর গঠন করবে।

জোটের মতে, নৌকাগুলোতে প্রায় ১০০ জন অধিকার কর্মী রয়েছেন। তারা আটক হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটে সাহায্য সরবরাহ এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কয়েক ডজন মিশন পরিচালনা করেছে।

আরও পড়ুন

এদিকে গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। শুক্রবার সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা।

এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দফায় তারা ব্যর্থ হন। এবার তাদের সমর্থনেই ১১টি জাহাজ এগিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত