জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির ওরফে আশিক(২৮) নামে মোটরসাইকেল চালক এক ইমাম নিহত হয়েছেন। তিনি নাচোল সদর ইউনিয়নের মাক্তাপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং নাচোলের নেজামপুর ইউনিয়নের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মসজিদে নামাজ পড়াতে যাবার সময় নাচোল থেকে আমনুরাগামী সড়কের নাচোল পৌর হামিদপুর এলাকায় বাসের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ মুসাব্বির। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়।
আরও পড়ুননাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন