সিরাজগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর উল্টে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার বাগবাড়ি এনডিপি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান আলী জানান, কক্সবাজার থেকে চাপাইনবাবগঞ্জগামী পাতা পরিবহণের একটি যাত্রীবাহী বাস বাগবাড়ি এনডিপি অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
আরও পড়ুনসিরাজগঞ্জ যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসকে সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন