ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ : দুর্ভোগে ২৫টি পরিবার

বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ : দুর্ভোগে ২৫টি পরিবার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর পৌর শহরের তালতলা এলাকায় প্রাচীর নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে ২৫টি পরিবার। ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন,বারবার অনুরোধ করা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও অবৈধভাবে নির্মিত প্রাচীর অপসারণ করা হচ্ছে না।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে বারোদুয়াড়ীপাড়া গ্রামে দীর্ঘদিন রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসার পর হঠাৎ করে বেলাল হোসেন এর স্ত্রী বিজলী চলাচলের পথ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। ফলে ওই পথে চলাচলকারী খান এখতিয়ার উদ্দিন আহমেদসহ আশপাশের বাসিন্দাদের চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

এ অবস্থাকে পৌর আইন পরিপন্থী হিসেবে উল্লেখ করে উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ভোলা, মোজাম্মেল, মোজামসহ একাধিক ব্যাক্তিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং জনগণের স্বার্থে রাস্তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম বলেন, পূর্বানুমতি ব্যতীত নির্মিত অবৈধ প্রাচীর অপসারণের নির্দেশ দেয়া হয়েছিল কিন্ত বিবাদিরা সেটি মানেননি। এখন পৌরসভার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান বলেন, দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করা হয়েছে কিন্ত বিবাদী পক্ষ সেটি মানেননি। খুব দ্রুত রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত