ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে ১ কিলোমিটার কাঁচা সড়ক ৪ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জে ১ কিলোমিটার কাঁচা সড়ক ৪ গ্রামের মানুষের দুর্ভোগ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের দেউলী সরকারপাড়া গ্রাম থেকে রামচন্দ্রপুর গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা সড়কটি আজও পাকাকরণ করা হয়নি। ফলে ওই রাস্তাটি চার গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় দেউলী ইউনিয়নের পাকুরতলা থেকে পাকুরিয়া গ্রাম পর্যন্ত পাকাসড়ক সংযুক্ত হয়ে রহবল থেকে গাংনগর পর্যন্ত পাকা সড়কের সাথে যুক্ত হয়েছে এলাকাটি। ওই কাঁচা সড়ক দিয়ে দেউলী সরকারপাড়া, রামচন্দ্রপুর, বাসিল্লা ও দুর্লভপুর গ্রামের সকল শ্রেণিপেশার মানুষজন উপজেলা সদরসহ হাট-বাজারে এবং ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দিয়ে খড়া মৌসুমে কোন রকমে যাতায়াত করা হলেও বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কটির পাশে স্থানীয় ৪ জন মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবার বসবাস করেন। দেশ স্বাধীনের পর স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি,সড়কটি পাকাকরণ করা হলে দুর্ভোগ থেকে মুক্ত হবে ৪ গ্রামের অসংখ্যা মানুষ।

আরও পড়ুন

দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কাঁচা সড়কটি পাকা করার ব্যবস্থার জন্য তিনিও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, আগামীতে বরাদ্দ পেলে ওই সড়কটি পাকাকরণের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে- ড. ইউনূস

বাংলাদেশিদের জন্য যেসব দেশের ভিসা সহজে মিলছে না

বুধবার সিলেট যাবেন এম এ মালেক

৮৫ সহকারী সচিবকে পিএসসিতে সংযুক্তি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল হাসপাতালে ভর্তি

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান নাগরিকের কারাদণ্ড