৮৫ সহকারী সচিবকে পিএসসিতে সংযুক্তি

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট-এ সহায়তার জন্য ৮৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংযুক্তি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংযুক্ত দেওয়ার কর্মকর্তাদের সবাই সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত)।
একই প্রজ্ঞাপনে কন্ট্রোলরুমে দায়িত্ব পালনের জন্য ১০ জন নন-ক্যাডার সহকারী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। এ কর্মকর্তাদের আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় প্রথম পর্যায়ে ৪৭ জন এবং দুপুর ২টায় দ্বিতীয় পর্যায়ে ৪৮ জনের ওরিয়েন্টেশনের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই কর্মকর্তাদের নির্ধারিত সময়ে ওয়ার্কশপে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
আরও পড়ুনমন্তব্য করুন