দিনাজপুরের চিরিরবন্দরে মাদকাসক্ত যুবকের ১৫ দিনের জেল-জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মৃত মাতারু দাসের ছেলে পরেশ চন্দ্র দাসকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কারাদন্ডপ্রাপ্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন