ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পাবনার ভাঙ্গুরায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে, ভাঙ্গুরা রেল স্টেশনের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে তাদের কাজ শুরু করেছে। দ্রুতই চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে, চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর সাড়ে চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হার্ট দিবস আজ

পাবনায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

ট্রফি নিলো না ভারত , এসিসিও দিলো না

ডিবির অভিযানে সাবেক দুই এমপিসহ গ্রেফতার ১৩

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট