ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার অভিন্ন লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। এ মিশনে একেবারের শেষ প্রান্তে এখন অনূর্ধ্ব-১৭ দল। আজ ভারতকে হারিয়ে দিতে পারলেই সাফের শিরোপা জিতবে তারা। ফাইনাল ম্যাচটি জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন নাজমুল হুদা ফয়সালরা।

ফাইনালের আগে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছে বাংলাদেশের ছেলেরা। শারীরিক শক্তির দিক থেকে এগিয়ে থাকা পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নেপালকে ৪-০ ও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা।অন্যদিকে, সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বেও দলটি প্রতিরোধ্য ছিল। মালদ্বীপ, ভুটান ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে তারা। তাই ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হবে না। দুদলের মধ্যে ভালো লড়াই হবে। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

আরও পড়ুন

ফাইনাল ম্যাচ সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, লক্ষ্য পূরণের খুব কাছে দল। এবার ফাইনাল ম্যাচটি জিতে ট্রফি উঁচিয়ে ধরার আনন্দ-উৎসব করতে চায় বাংলাদেশের ছেলেরা। ফাইনাল ম্যাচের জন্য আত্মবিশ্বাসী ছোটনের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বগুড়ায় নেপিয়ার ঘাস ভর্তি ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

আজ বিশ্ব পর্যটন দিবস 

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা