ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় নেপিয়ার ঘাস ভর্তি ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বগুড়ায় নেপিয়ার ঘাস ভর্তি ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : নেপিয়ার ঘাস ভর্তি ভ্যানে পাচার করার সময়  ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।

শুক্রবার রাত ৯ টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় দুই মাদকপাচারকারীকে।

আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ- পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান গাইবান্ধায় আসে।সেখানে থেকে  কৌশলে গাঁজা বগুড়ার বিভিন্ন এলাকায় সরবারহ করা হবে। এমন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সসদ্যরা সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় অবস্থান নেন। রাত ৯ টার দিকে নেপিয়ার ঘাস ভর্তি একটি ভ্যান গ্রামের পথ ধরে যাওয়ার সময় ভ্যানটি আটক করে তল্লাশী করে ৭ টি প্যাকেটে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুই মাদক পাচারকারীকে। আটককৃতরা হচ্ছেন গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলার শারমারা গ্রামের আমিনুর রহমান শেখ (৩৫) ও একই গ্রামের ময়নুল হক (৩৩)। আটককৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে সহায়তা করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

বিসিবি নির্বাচন : সমঝোতার চেষ্টায় বুলবুল-তামিম 

বগুড়ার শেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম

রোনালদোর রেকর্ড ভেঙে হ্যারি কেইনের ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

ঢাবির জগন্নাথ হলে আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব