রংপুরে নিখোঁজ কৃষকদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটি খুঁড়ে মোবারক আলী (৩৫) নামে এক কৃষকদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর বিশ্বনাথ গ্রামে প্রতিবেশীর রান্না ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার হয়। নিহত মোবারক আলী ওই গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার, মামলার এজাহার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোবারক নিখোঁজ হন। পরে ধানক্ষেত থেকে লাইট ও মোবাইল ফোন পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করার পর রাতে স্বজন ও প্রতিবেশীরা ফের খোঁজ শুরু করে। এসময় বিশ্বনাথ গ্রামে কোমল বৈরাগীর ছেলে মমিনুলের বাড়ির রান্না ঘরের পেছনে নতুন লাগানো গাছের নিচে আলগা মাটি খুঁজে মরদেহ উদ্ধার হয়। তখন মমিনুল পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর উত্তেজিত গ্রামবাসী মমিনুলের বাড়িতে আগুন ধরিয়ে দেন। নিহতের শরীরে গলা, মুখ ও পিঠে ধারালো অস্ত্রের গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহতের মা মমেনা খাতুন অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে প্রতিবেশী মমিনুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার ছেলেকে ধারারো অস্ত্র দিয়ে গলা কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ গুম করতে মাটিতে পুতে রাখে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের মা বাদি হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে মমিনুলের ভাই নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন
মন্তব্য করুন