ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভাতীয় বিএসএফ।
এরা হলো হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায় এর ছেলে সুভাষ চন্দ্র রায় (২১), একই উপজেলার আদখানা গ্রামের শুক্র রাম এর ছেলে বিজয় কুমার(৩১), রহমতপুর গ্রামের পরা সিং এর ছেলে কাঠাম রায়(৩২), রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরাম এর ছেলে প্রশান্ত রায়(১৯) ও একই উপজেলার কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫)।
গত মঙ্গলবার ভোরে সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর হাতে তারা আটক হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় ৫০ ব্যাটলিয়ন এর হরিপুর বিওপি এবং ভারতীয় ৮৭ মালদখন্ড বিএসএফ কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনপতাকা বৈঠক শেষে বিএসএফ কর্তর্ৃৃক আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে দুপুরে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন