ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ  প্রতিনিধি :  সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীকে (১৫) ধর্ষণ মামলায় শাহীন আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই দণ্ড দেন। এই মামলায় ধর্ষণের শিকার নারীসহ ১২ জন সাক্ষ্য দেন। রায় ঘোষণার সময়ে আসামি শাহীন আলম উপস্থিত ছিলেন। সে কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই কিশোরীর সম্পর্কে খালু হন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর কিশোরী কুষ্টিয়া জেলার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ৯ জানুয়ারি সকালে কুষ্টিয়া থেকে বাসযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর খালু শাহীন আলম তাকে মুঠোফোনে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে নামার পরামর্শ দেন। দুপুরের দিকে সে গোলচত্বরে পৌঁছালে শাহীন আলম তাকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া তার ভাড়াবাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে শাহীন আলম ও তার স্ত্রী বসবাস করেন।

আরও পড়ুন

কিন্তু ওই দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। সিরাজগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে কিশোরী শুয়ে পড়লে গভীর রাতে শাহীন আলম তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে শাহীন আলম তাকে বাসায় রেখে পালিয়ে যান। এরপর তার স্ত্রী বাড়িতে এলে কিশোরী বিষয়টি তাকে জানায়। পরে কিশোরীর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২