ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

এক সময়ের আলোচিত টিভি নাটক অভিনেতা  সিদ্দিকুর রহমান সিদ্দিক, ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় আটক এক সময়ের আলোচিত টিভি নাটক অভিনেতা  সিদ্দিকুর রহমান সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।  বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। 

এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার। 

আরও পড়ুন

সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট পর্দার একজন পরিচিত মুখ। বিভিন্ন নাটকে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। পরে ঢাকা-১৭ উপ-নির্বাচনেও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন, তবে শেষ পর্যন্ত কোনোবারই প্রার্থী হতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

সাদমানের পর মিরাজের সেঞ্চুরি, ২১৭ রানের লিড পেল বাংলাদেশ

ব্রাজিল যাওয়া হচ্ছে না আনচেলত্তির! 

গাজায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনিকে হত্যা

‘২২৬টি মামলা হয়েছে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার