পঞ্চগড় জেলায় ৩ লক্ষাধিক শিশু ও শিক্ষার্থীকে টিকা দেয়া হবে

পঞ্চগড় প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপে এ তথ্য জানান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসব্যাপী ওই ক্যাম্পেইনের প্রথম ১০ কর্মদিবসে জেলার পাঁচ উপজেলার ১ হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। পরবর্তী ৮ কর্মদিবসে জেলার ১ হাজার ৬২টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম শিশুদের টিকা দেয়া হবে। এ জন্য জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েব সাইটে গিয়ে টিকা নিবন্ধন কার্ড নিতে হবে।
আরও পড়ুনএর আগে প্রধান অতিথি হিসেবে কনসালটেশন ওয়ার্কশপ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. সাবেত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। কনসালটেশন ওয়ার্কশপে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন