চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। অভিযানে র্যাবের পক্ষে নেতৃত্ব দেন র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান। বিজিবি পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহীনুর রহমান।
আরও পড়ুনগতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন আইনি প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। সীমান্তে অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক নজর রাখছে।
মন্তব্য করুন