ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কিশোরীকে পছন্দ করা নিয়ে দুই কিশোরের দ্বন্দ্ব, একজনকে পিটিয়ে হত্যা

নিহত আব্দুর রহমান

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে পছন্দ করা নিয়ে দ্বন্দ্বে জেরে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার একদিন পর সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।

নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। একই এলাকার রোকন নামে এক কিশোরও খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। এ সময় রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজন মিলে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।

আরও পড়ুন

পরে প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ