ঠাকুরগাঁওয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া দক্ষিণ শেনিহারী জামাদারপাড়া গ্রামে আলেয়া বেগম(৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে। তিনি এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।
জানা যায়, আলেয়া বেগম এর আগে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে গত মঙ্গলবার ভোরে ঘরে রাখা জমির কীটনাশক পান করলে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, এ ঘটনায় রুহিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন