ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত

স্কাই একাডেমিক এওয়ার্ডসে কৃতি এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা জানালো ইবিএল

ইস্টার্ন ব্যাংক ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী ঢাকা বোর্ডের ২০জন শিক্ষার্থীকে সম্মাননা জানিয়েছে। একাডেমিক এক্সিলেন্সকে স্বীকৃতি জানানোর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বকে উৎসাহিত করতে ইবিএল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে স্কাই একাডেমিক এওয়ার্ডস ২০২৫ এর আয়োজন করে। ব্যাংকের পক্ষ থেকে পর্যায়ক্রমে অন্যান্য বোর্ডের কৃতি এসএসসি শিক্ষার্থীদেরও অনুরূপভাবে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে।

প্রতি শিক্ষার্থীকে একটি করে একাডেমিক এক্সিলেন্স সার্টিফিকেট এবং সৌজন্য উপহার হিসেবে ব্যাংকের পক্ষ থেকে প্রি-লোডেড প্রি-পেইড কার্ড প্রদান করা হয়। এই উদ্যোগে স্বীকৃতির সঙ্গে আর্থিক ক্ষমতায়ন যুক্ত করে একাডেমিক অর্জন এবং ব্যবহারিক দক্ষতার মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে চেয়েছে ইবিএল।

প্রি-পেইড কার্ডটি শুধুমাত্র একটি উপহারই না, এর মাধ্যমে তরুনরা আধুনিক ব্যাংকিং সমাধানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তরুণ বয়স থেকেই শিক্ষার্থীদের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় উৎসাহিত করাও এর লক্ষ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এফআইডি পরিচালক ইকবাল মহসীন, ভিসা’র পরিচালক আশিস চক্রবর্তী এবং হেড অফ প্রোডাক্টস তৌফিক ইমাম, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত ইবিএল কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ক্যাপশনঃ ইস্টার্ন ব্যাংক ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী ঢাকা বোর্ডের ২০জন শিক্ষার্থীকে সম্মাননা জানানোর লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ ঢাকাস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে স্কাই একাডেমিক এওয়ার্ডস ২০২৫ এর আয়োজন করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এফআইডি পরিচালক ইকবাল মহসীন, ভিসা’র পরিচালক আশিস চক্রবর্তী এবং হেড অফ প্রোডাক্টস তৌফিক ইমাম, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ারসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত