ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

ছবি : সংগৃহীত,দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডের কালিমন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পান, তবে সেটি যাচাই না করে শেয়ার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। আমরা দ্রুত সেটি যাচাই করব। তথ্যটি সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাই সতর্ক থাকলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘দেশে কিছু কাপুরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করেন। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৮ থেকে ১০টি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত