ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা  

ছবি : সংগৃহীত,দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা  

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে, যা মাজার বা মন্দিরের মতো উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তিনি সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ধর্মীয় স্থাপনায় হামলা করে বা অপবিত্র করতে চায়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা কেবল অপরাধী।

পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে খালিদ হোসেন বলেন, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সাহায্য করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা এ ব্যাপারে তৎপর রয়েছে।

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সহায়তা পাওয়া যায়। তিনি স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধ করেন, তার দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২