ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্ত্রীর ওপর অভিমান করে ইঁদুর মারর গ্যাস ট্যাবলেট খেয়ে মহসিন (২৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে। সে ওই গ্রামের মতিবুর রহমানের ছেলে।
জানা যায়, সংসারের অভাব অনটনের কারণে স্ত্রীর ওপর অভিমান করে গত রোববার দিবাগত রাত ১১ টায় পরিবারের লোকজনের অগোচরে তার ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সে অসুস্থ হয়ে পরে। চিকিৎসার জন্য রাতেই তাকে হরিপুর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার প্রাথমিক চিকিৎসার দেয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে নিয়ে যাওয়ার পথেই সে রাত সাড়ে ১১ টায় মারা যায়।
আরও পড়ুনহরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের প্রতি কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন