চাঁদপুরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত মুল্লুক গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঘটনার সময় তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।
থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
আরও পড়ুনমামলার স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আজ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।
মামলায় সরকারপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।
মন্তব্য করুন