ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

বগুড়ার ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নিজের ঘর থেকে চম্পা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে চম্পা খাতুনের প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার রামপুরা মধ্যপাড়ার আল-আমিনের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তানের জন্ম হয়। প্রায় ৭ বছর আগে চম্পা খাতুনের স্বামী আল-আমিন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতো চম্পা খাতুন। স্বামীর স্থাবর-অস্থাবর সম্পদ নিয়ে শশুর বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ রয়েছে।  অন্যান্য দিনের মত গত রোববার রাতে চম্পা খাতুন নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় সোমবার সকালে চম্পা তার ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে চম্পা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চম্পার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

আরও পড়ুন

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে চম্পার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ