ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ৬ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড লট এলাহাবাদ আমতলি এলাকার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

জানা যায়, দীর্ঘদিন যাবত এ সন্ত্রাসীরা লট এলাহাবাদ এলাকায় অপহরণ ও চাঁদাবাজির মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এতে পাহাড়ি এলাকায় নিরীহ কৃষক ও বিভিন্ন ফলজ বাগানের শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং অপহরণ করাই ছিল এসব সন্ত্রাসীর কাজ। গত ২ সপ্তাহ ধরে ৬ জনের একটি অস্ত্রধারী উপজাতীয়ও সন্ত্রাসী দল আমতলি এলাকার গহীন পাহাড়ে আস্তানা গাড়ে। এখান থেকে বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা গ্রহণ করে।

 

সোমবার সকাল থেকে সন্ত্রাসীর দল পূর্ণ প্রস্তুতি নিয়ে এলাকায় হামলা করার সংবাদ এলাকাবাসী জানতে পারলে দলবদ্ধ হয়ে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় চন্দনাইশ উপজেলা আর্মি ক্যাম্পে খবর পৌঁছলে সেনাবাহীনির একটি দল ক্যাম্প কমান্ডার আরেফ আসমার জয়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অস্ত্রধারী ৬ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়।

আরও পড়ুন

 

আটককৃতরা হলেন- মং চালু (৩৮), মনুচিং মারমা (৪০), লুকু-মং (৩৬), মারমা (৩০), চাইসাও (৪০), চাচিংপু মারমা (৩৮)। তারা সবাই বান্দরবান জেলার ঢলুপাড়ার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, দেশীয় অস্ত্র ৩টি, ১টি চাকু, ১২ প্যাকেট বারুদ, ৩টি গুলটি, ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোওয়ার বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ