বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পূর্বশক্রতার জের ধরে কৃষকের ২০ শতক ফসলি জমির তিন হাজার বেগুনগাছ উপড়ে ফেলা ও দুই বিঘা জমিতে রোপণকৃত ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ বড় চাপড় গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে কৃষক বুলু প্রামানিকের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের সঙ্গে বসতবাড়ির প্রাচীর নির্মাণ, পুকুরের মাছ ধরা ও জমিজমা নিয়ে দীর্ঘ দিনযাবৎ বিরোধ চলে আসছে। গতকাল রোববার দিবাগত রাতে কৃষক বুলু প্রামানিকের ২০ শতক জমির তিন হাজার বেগুনগাছ উপড়ে ফেলা হয় এবং একই রাতে দুই বিঘা জমিতে রোপণকৃত ৯শ’ কলাগাছ কেটে নষ্ট করে ফেলা হয়। এ বিষয়ে বুলু প্রামানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কৃষক বুলু প্রামানিক বলেন, আমি একজন কৃষক মানুষ। বেগুন ও কলাগাছ রোপণ করেছিলাম। প্রতিপক্ষরা পূর্ববিরোধের জের ধরে আমার ফসলের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে এবং তারা বিভিন্ন হুমকি-ধমকিও প্রদান করছেন।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি জানার পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হককে ঘটনা বিষয়ে তদন্তের জন্য পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন