ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ১৩৬৮ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ১৩৬৮ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া শহরের নামাজগড় জহরুলপাড়া এলাকাস্থ একটি গুদাম থেকে ১৩৬৮ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় বগুড়া সদর উপজেলার নামাজগড়  জহরুলপাড়া এলাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনকারী ১টি গুদাম হতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১৩৬৮ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং পলিথিনের মালিক বগুড়ার শাজাহানপুর উপজেলার শশানকান্দি এলাকার মৃত আব্দুর রহমান প্রামানিকের ছেলে আব্দুল বাছেদ (৬০) এর দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আরও পড়ুন

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।  জেলা পুলিশ, বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ

পাসপোর্ট ছাড়া জেদ্দা গিয়ে আটক বিমানের পাইলট

জুলাই সনদ দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ হবে : বিচারপতি শাহীন

‘আমি যেখানে যাই ওটাই চমক’

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ