ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিক ফারুকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। ফারুকের সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি।

তরুণীর (১৭) অভিযোগ, ছয় বছর আগে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী ফারুক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্ক চলে আসার কিছুদিন পর সৌদি আরব চলে যান প্রেমিক ফারুক। সেখানে থেকে মোবাইল ফোনে নিয়মতিভাবে ভিডিও কলে কথা হতো দুজনের। ফারুকের অনুরোধে অনেকটা অন্তরঙ্গ ও খোলামেলা অবস্থায় কথা বলতে বাধ্য হতেন তরুণী। সৌদি আরব থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে দীর্ঘ ৫ বছর ধরে এভাবেই সম্পর্ক চলে আসছিল তাদের মধ্যে।

 

এরই মধ্যে সপ্তাহখানেক হয় ফারুক সৌদি আরব থেকে বাড়িতে আসেন এবং তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। অন্যদিকে পরিবারের লোকজন ফারুককে বিয়ে করাতে অন্যত্র পাত্রী ঠিক করেন। বুধবার ফারুক বিয়ে করতে যাচ্ছেন এমন খবর পান তরুণী। যে কারণে বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে এসে অনশনে বসেন তিনি।

এ সময় তরুণী জানান, সকাল থেকে আমি অনশন করছি। ফারুক আমাকে বিয়ে না করলে গলায় ফাঁসি দেব।

বুধবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার ৪নং চরমার্টিন ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার ছলারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক মো. ফারুক ওই বাড়ির আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় প্রতিবেশী আবদুল কাদের বলেন, সকাল থেকে দেখছি মেয়েটি অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন তাকেসহ তার বড় বোনকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিতে দেখেছি। দুপক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়া দরকার বলে জানান তিনি।

আরও পড়ুন

ফারুকের চাচা মো. হিরন বলেন, সকালে মেয়েটি বিয়ের দাবিতে আমাদের বাড়িতে আসার পর আমাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

চরমার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য তারেক রহমান রকি জানান, ফারুকের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি তরুণীর পরিবার তাকে জানিয়েছেন।

 

শুক্রবার বিষয়টি মীমাংসা করার জন্য দুই পরিবারের লোকজন নিয়ে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন কি কারণে তরুণী অনশনে বসেছে এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি।

অভিযুক্ত ফারুকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দুই কর্মকর্তার বাড়ি ও সম্পদ ক্রোক

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রক্তদহ বিল

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল বারী ঈসার ইন্তেকাল

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ